মোঃ হাবিবুর রহমান: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মোজাম্মেল (২৮) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ঠ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরি মন্দিরে এই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত মোজাম্মেল হোসেন (২৮) হাজীগঞ্জ উপজেলা গন্ধর্ব্যপুর গ্রামের হাফিজ উদ্দিন বেপারী বাড়ির তাজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য আক্তার হোসেন তিনি জানান, মোজাম্মেল হোসেন (২৮) হরি মন্দিরে ডেকোরেশনের কাজ করেন। সাউন্ড বক্স রেডি করতে গেলে মাইকের সাথে বিদ্যুৎ সংযোগ হয়। মাইক আর সাউন্ড বক্স ঠিক আছে কিনা তা দেখতে গিয়ে মাইক হাতে রাখলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয় মোজাম্মেল হোসেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল কে মৃত ঘোষণা করেন।