স্মার্ট বাংলাদেশ’ গড়তে জয়পুরহাটে মতবিনিময় সভা

নিরেন দাস-জয়পুরহাট:
‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার দমদমা এলাকায় পাঁচবিবি পৌর ও বালিঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সামছুল আলম দুদু-এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বপ্ন দেখেন, অন্যকে স্বপ্ন দেখান ও সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আর তাই বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই।
তিনি বলেন, এখন থেকেই আপনারা সাধারণ ভোটারদের নিকট যাবেন এবং সরকারের উন্নয়নমূলক দিকগুলো তুলে ধরবেন। এসব উন্নয়ন চলমান রাখতে মানুষের জীবন মানোন্নয়নে আবারও আওয়ামী লীগ সরকারকে ভোট দিতে হবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ জাফর চৌধুরী সুমন, আওয়ামী লীগের নেতা দেওয়ান সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তিসহ আরো অনেকেই।