সাভারে কিশোর গ্যাং পিনিক রাব্বির হামলায় আহত কলেজ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার রবিনঃ ঢাকার সাভারে কিশোর গ্যাং সদস্যদের হামলায় মো. রাকিব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা।
গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের সোবহানবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  আহত কলেজ শিক্ষার্থী রাকিব (১৭) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চড়কাটারি এলাকার  মো. আলমাছ মন্ডলের ছেলে। বর্তামানে তারা সাভারের বনপুকুর এলাকায় ভাড়ায় বসবাস করতেন।
অভিযুক্তরা হলো, চাঁদপুরের হাইমচর থানার ভৈরবী এলাকার খোকন মোল্লার ছেলে গোলাম রাব্বী ওরফে পিনিক রাব্বি (২৫), সাভারের ভাটপাড়া এলাকার হাসান (২৫) ও হোসাইন (২৫) নামে দুইভাই, সাভারের বক্তারপুর এলাকার মো. কামালের ছেলে আলামীন (২৬)।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সবাই স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য। আহত ওই শিক্ষার্থী তাদের সাথে মিশতে অস্বীকৃতি জানালে তাদের সাথে বিরোধের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর অভিযুক্ত পিনিক রাব্বি রাকিবকে ডেকে সোবহানবাগ বালুর মাঠে নিয়ে যায় সেখানে আগে থেকেই বাকী অভিযুক্তরা বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে দাড়িয়ে ছিলো। পরে তারা রাকিবকে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, পিনিক রাব্বির নেতৃত্বে অত্র এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে। তারা সরকারি ছাত্র সংগঠনের নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, মারধর, মাদক ব্যবসা থেকে শুরু করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে এইসব কিশোর গ্যাং এর সদস্যরা। বাহিনী প্রধান পিনিক রাব্বির নামে থানায় চাঁদাবাজি, ডাকাতি ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এলাকাবাসী অবিলম্বে ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন কবির বলেন, শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় গত রাতে একটি মামলা দায়ের হয়েছে এবং আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন,  আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে দ্রুতই গ্রেফতার হবে।