সাভার প্রতিনিধি:ঢাকার সাভারে উপজেলা ও পৌর আওয়ামী হকার্সলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে র সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা আওয়ামী হকার্সলীগের সভাপতি আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় সাভার পৌর আওয়ামী হকার্সলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদার সঞ্চালনায়
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা একদিনে সংগঠিত হয়নি। এটি দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের দীর্ঘদিনের একটি পরিকল্পনার অংশ ছিল। তারা সেদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, সদ্য স্বাধীন দেশটির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে চারবারের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। তিনি ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন। পাশাপাশি আজকে আমাদের এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সফল রাস্ট্র হিসেবে গড়ে তুলেছেন। আজ দেশের যেদিকে তাকাবেন সেদিকেই উন্নয়নের ছোঁয়া দেখতে পাবেন।’
আলোচনা সভার প্রধান আলোচক সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, ‘বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই নিরস্ত্র বাঙালি শক্তিশালী পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার অপচেষ্টায় এক কালো অধ্যায়ের সূচনা করে অপরিণামদর্শী ঘাতকরা। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনা শুধু ব্যক্তিকে হত্যাপ্রয়াস ছিল না, ছিল জাতির স্বাধীনতার শক্তিকে হত্যার অপচেষ্টা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুন করা হয় বাংলাদেশকে।’
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমি, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম রুবেল ও সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।