রাজধানীতে তীব্র যানজট দুর্ভোগে নগর’বাসী

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে তীব্র যানজট শুরু হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। যানজটের কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি চাকরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পুলিশ সূত্র জানায়, সকালে শেরেবাংলা নগর এলাকায় ভিভিআইপি মুভমেন্ট ছিল। এ কারণে মিরপুর রোডের কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। পরে সকাল ১০টার দিকে এসব এলাকায় যানজট কিছুটা কমে আসে। তবে বেলা ১১টার পর থেকে মিরপুর রোড, মহাখালী, শাহবাগে যানজট বেড়ে যায়।

বেসরকারি চাকরিজীবী তানভীর আহমেদ মিরপুরের ৬০ ফিট সড়ক থেকে সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের উদ্দেশ্যে রওনা হন। আড়াই ঘণ্টা পর তিনি সাড়ে ১২টার দিকে গন্তব্যে পৌঁছান। অন্যান্য দিন তার এই পথে এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা সময় লাগে।

যানজটের কারণ হিসেবে পুলিশ জানায়, মগবাজার এলাকায় রাস্তায় নির্মাণসামগ্রী পড়েছিল। এতে যানজট বাড়ে। সেখানে একটি গার্ডার পড়ে যাওয়ার কারণেও যানজট হয় বলে জানায় পুলিশ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিকেলে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে যাচ্ছেন। এ কারণেও যানজট হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা বলেন, ভিভিআইপি মুভমেন্ট ও মগবাজার রাস্তায় একটি গার্ডার পড়ে থাকায় যানজট বেড়েছে। সকাল ১০টার দিকে রাস্তা থেকে গার্ডারটি সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়।