মিকেল চাকমা:
আজ মোনঘর আবাসিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোনঘর পরিচালনা পর্ষদের সভাপতি ভেনা.শ্রদ্ধালংকার মহাস্থবির উপস্থিত ছিলেন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মোনঘর শিশু সদনের নির্বাহী পরিচালক বাবু অশোক কুমার চাকমা,মোনঘর আবাসিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু অরুপন বিকাশ বড়ুয়া এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জটিল বিহারী চাকমা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সুজাতা চাকমা বক্তব্য প্রধান করেন।তিনি স্কুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ভবিষ্যতে স্কুলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলা বিষয়ে সহকারী শিক্ষক বাবু জেভিয়াস চাকমা,বিজ্ঞান বিষয়ে বাবু নিরমনি চাকমা এবং হিসাব বিজ্ঞান বিষয়ে বাবু জেকশন তালুকদার এসএসসি পরীক্ষার্থীদের পরামর্শমুলক দিক নির্দেশনা প্রদান করেন। স্কুলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের প্রত্যেকে একটি করে কলম,পেন্সিল ও ফাইল প্রদান করা হয়।আবার বিদায়ীদের পক্ষ থেকে স্কুলে উপহারস্বরুপ এক হাজার লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন একটি গাজী ট্যাংক প্রদান করা হয়।উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবু শিশির কান্তি চাকমা।তিনি বিদায়ীদের উদ্দেশ্যে পরীক্ষার সময় পালনীয় কিছু নিয়ম কানুনের প্রতি গুরুত্বারোপ করেন এবং বিদায়ীদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।