এনামুল মবিন (সবুজ) জেলা প্রতিনিধি, দিনাজপুরঃ দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার বেকিপুল বাজারের সামনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী গোলজার আলী (৪৫) ও ফজলে রাব্বী দুলাল (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে দিনাজপুর- রংপুর মহাসড়কের বেকিপুল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলজার আলী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার মৃত গোমুল্লা শাহের ছেলে ও অপর একজন ফজলে রাব্বী দুলাল পাশ্ববর্তী খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডুবলিয়া গ্রামের মৃত ইসহাক আলী ছেলে বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়, রাণীরবন্দর থেকে মোটর সাইকেল যোগে গোলজার আলী ও ফজলে রাব্বী দুলাল বেকিপুল বাজার এলাকায় এসে পৌচ্ছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ সাব-ইন্সপেক্টর ননী গোপাল ।