মন্ত্রী হওয়ায় কাশিয়ানীতে আনন্দ মিছিল

কাশিয়ানী প্রতিনিধিঃশেখ মোঃ পারভেজঃ গোপালগঞ্জ-১(মুকসুদপুর-কাশিয়ানী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠবারের মতো বিপুলভোটে জয়ী হওয়ার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হয়েছেন।

তাঁর মন্ত্রী হওয়ার কাশিয়ানীতে খবর পেয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উল্লাস।

যারা আমার নিবার্চন করে নাই। আমার প্রতিপক্ষ প্রার্থীর সাথে কাজ করেছে। তারাও আমার ভাই। তারা আমাদের দলীয় নেতাকর্মী। তাদের ঘরে ফিরিয়ে এনে এক যোগে কাজ করতে চাই। গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্ত¡রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহম্মদ ফারুক খান এমপি এক মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
তিনি আরোপ বলেন, সবাই মিলেমিশে এক সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য অর্জনে সবাইকে নিয়ে কাজ করতে চাই।

এ সময় কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী সদর আওয়ামীলীগের সভাপ্রতি, আনোয়ার হোসেন আনু,কাশিয়ানী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান খান,সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি ফররুখ হুসাইন (মিন্টু) মহেশপুর ইউনিয়ন এর চেয়ারম্যান লুংফার রহমান লুথু মিয়া,কাশিয়ানী উপজেলার যুবলীগ এর সাধারণ সম্পাদক, শেখ মোঃ টিটুল আহমেদ, ছাত্রলীগের সভাপতি,আজাদ হোসেন মৃধা,সাজাইল আ’লীগের এর সাধারণ সম্পদক বিপ্লব হোসেন সহ আওয়ামীলীগ,ছাত্রলীগ , যুবলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।