ডেস্ক রিপোর্টঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন অসম্পূর্ণ থেকে যেতে পারে। বিভিন্ন ছোটখাটো দল নির্বাচনে অংশ নিলেও তারা বিএনপির সমকক্ষ নয়। ’ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুটো দল, পাঁচটা দল, দশটা দল, ছোটখাটো বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।
তবে এটা অনস্বীকার্য যে, মূল বিরোধী দল যে বিএনপি তাদের সমকক্ষ সবাই নয়। এটা আমরা অস্বীকার করি না বা কেউ অস্বীকার করবে না। ওই দলটা যদি অংশগ্রহণ না করে তাহলে একটা অনিশ্চয়তা, একটা শঙ্কা বা একটা অসম্পূর্ণতা থেকে যেতেই পারে- এতে কোনো সন্দেহ নেই। সিইসি মনে করেন, নির্বাচন যদি কোনো সংঘাত বা সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তাহলে তারকা আমরা হব বটে, কিন্তু গণতান্ত্রিক চেতনার দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচন ‘অসম্পূর্ণ’ থেকে যাবে।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে আস্থার পরিবেশ তৈরির জন্য আগে থেকেই প্রশাসনে রদবদলের কোনো পরিকল্পনা নেই। প্রশাসনে রদবদল করলেই যে বিরোধী দল নির্বাচনে অংশ নেবে, সে নিশ্চয়তা নেই। তবে নির্বাচনে অংশ নেওয়ার পর বিরোধী দল যদি প্রশাসনে রদবদলের কথা বলে, তাহলে সেটি বিবেচনা করবে নির্বাচন কমিশন। সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, কমিশনের পক্ষ থেকে সংলাপ এবং ইভিএম নিয়ে আলোচনার জন্য বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।