বরিশালে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাহিদুল ইসলাম বরকতঃ বরিশালে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা কমিটি।

আজ বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর কাশিপুর সংস্থার প্রধান কার্যালয় বরিশাল সদর উপজেলার পরিষদের সহযোগীতায় হত দরিদ্র শিশু ও মহিলা এবং পুরুষ দৃষ্টি প্রতিবন্ধী সদস্যদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

জনাব শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে,সংস্থার সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ মাহবুব উল্লাহ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার,

তিনি বলেন দৃষ্টি প্রতিবন্ধী ভাই-বোনদের আমাদের পক্ষ থেকে সাবলম্বি করার জন্য এই ক্ষুদ্র সংস্থার মাধ্যমে তাদেরকে আর্থিক সহযোগীতার মাধ্যমে যেকোন ব্যবসা-বানিজ্যর কাজে ব্যবহার করার জন্য আহবান করেন।

পরে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।