বরগুনার চৌমুহনী নতুন বাজারে দোকান দখলের অভিযোগ

বরগুনা প্রতিনিধি

বরগুনার সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নে রায়ভোগ চৌমুহনী নতুন বাজারে স্যানিটারি দোকান  দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (২১জুন) সন্ধ্যা ৭ টার দিকে এঘটনা ঘটে।
 দোকান মালিক মোঃ জাফর হোসেন বলেন, আমি রায়ভোগ চৌমুহনী নতুুন বাজারে দীর্ঘ পাঁচ বছর আগে মোঃ গোলাম রসুল ও মোঃ মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এই জমিটা ক্রয় করি। তার তিন বছর পরে আমি
ওইখানে টীন সিট বিল্ডিং দোকান ঘর উত্তাল করি।
 গতকাল  সন্ধ্য ৭ টার দিকে আমার দোকানের মিস্ত্রি জাকির কাজ করতে ছিলো তখন মোঃ বাবুল, মোঃ হারুন ও মোঃ দুলালসহ আর ১০/১২ জন লোক এসে আমার মিস্ত্রির কাজ বন্ধ করে দিয়ে, প্রথমে তার হাতের মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাকে দোকান থেকে বের করে দিয়ে দোকানের ভিতরে থাকা মালামাল গুলো ভেঙে ফেলে দেয়। এটা দেখে আমি খবর পেয়ে ৯৯৯ এ ফোন দিলে বরগুনা সদর থানা থেকে লোক এসে উভয় পক্ষকে দোকান থেকে বের করে দোকানটি তালাবদ্ধ করে রেখে যায়। আমি এর সঠিক বিচার চাই।
এই বিষয়ে রায়ভোগ চৌমুহনীর নতুন বাজারের  ব্যবসায়ী সমিত সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম শাহিন বলেন, এই জমি ও ঘর জাফরের গতকাল সন্ধার দিকে আমি বাজারে বসা এই খবর শুনে তখন আমি ঘটনা স্থলে গিয়ে দেখি জোরপূর্বক অনেক লোকজন দোকানের মধ্যে। দোকানের থাকা মালামাল গুলো ফেলে দিয়েছে।
বরগুনা থানার  সাব ইন্সপেক্টর মোঃ হানিফ মুঠো ফোনে বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনা স্থলে যাই, তারপর পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় পক্ষকে ঘর থেকে বের করে দিয়ে ঘটি তালা বদ্ধ করে রেখে চলে আসি। থানায় পরের দিন থানায় আসতে বলা হয়েছে। তাদের কথা শুনে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।