বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, চউক চেয়ারম্যান দোভাষ

চট্টগ্রাম ব্যুরো:স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন ও কুয়াইশ জংশনে স্থাপিত ম্যুরাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।

বঙ্গবন্ধুর লড়াই ছিল ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লড়াই। একাত্তরের পরাজিত শক্তি ভেবেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিবে, বাংলার বুকে ওরা ফেরাবে পাকিস্তানের প্রেতাত্মাকে। তবে, ওরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পেরেছে কিন্তু জাতি ঠিকই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এককালের বটমলেস বাস্কেট আজ উন্নয়নের রোলমডেল।

পুষ্পস্তবক অর্পণ শেষে চউক চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সুখী-সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখতেন। তার স্বপ্নকে ধূলিসাৎ করতে ১৯৭৫ এর এই দিনে তাকে ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা না হলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হত।

তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্নকে সার্থক করতে হবে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব হয়ে উঠবে। এজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

পুষ্পস্তবক শেষে তিনি একটি ফলজ, একটি বনজ গাছ রোপন করেন, এম. জহিরুল আলম দোভাষ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপনের বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষকে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধী গাছ রোপনের আহবান জানান ।