(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজে নির্বাচনী ও ১ম সাময়ীক পরীক্ষার ফলাফল প্রকাশ করার লক্ষ্যে আলোচনা সভা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য আবু হেনা মোস্তফা কামাল বাদল। প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় সহকারি অধ্যাপক বাংলা আনিসুর রহমান, সহকারি অধ্যাপক ইসলাম শিক্ষ খোরশেদ আলম, সহকারি অধ্যাপক ব্যবসা শিক্ষা আবুল কালাম শাহ্ ও প্রভাষক ইংরেজি এনামুল হক সহ অভিভাবক বৃন্দ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দুইজন অবসরপ্রাপ্ত শিক্ষক জামিনিকান্ত মন্ডল ও দছির উদ্দিনকে ক্রেস্ট ও কৃতি শিক্ষার্থীদের বই উপহার হিসাবে প্রদান করা হয়।