পীরগাছা রংপুর প্রতিনিধিঃ
প্রকাশ্যে মাদক সেবনের দায়ে রংপুরের পীরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন উপজেলার অনন্তরাম (বড়বাড়ী) গ্রামের মহির মিস্ত্রির ছেলে সুমন মিয়াকে (৩৪) পাঁচ মাসের কারাদন্ড ও অন্নদানগর ইউনিয়নের প্রতাব জয়সেন গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে আব্দুল খালেককে (৩৫) তিন মাস বিনাশ্রম কারাদন্ডসহ দুইশ টাকা জরিমানা করেন।
এসময় অন্নদানগর ইউনিয়নের প্রতাব জয়সেন গ্রামের জমসের আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫) নামে আরেক মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী। ভ্রাম্যমানে উপস্থিত ছিলেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে রংপুর কারাাগরে পাঠানো হয়েছে।
অন্যদিকে একই উপজেলার ছাওলা ইউনিয়নের ব্রাক্ষণীকুন্ডা বাজারে অভিযান চালিয়ে একটি সিএনজি জব্দ ও ৫০পিস ইয়াবাসহ মাজেদুল ইসলাম নামের (২৬) এক যুবককে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকাল ১১টায় ওই বাজারে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম তাকে গ্রেফতার করেন। মাজেদুল ইসলাম ওই ইউনিয়নের রতনপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন থানা ওসি (তদন্ত) সেলিমুর রহমান।