নেশার টাকা না পাওয়ায় স্ত্রী কে হত্যা”পাষণ্ড স্বামী আটক

দাস,জয়পুরহাট প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে নেশার টাকার জন‌্য সুখী বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাস‌রো‌ধে হত‌্যার অভি‌যোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।এঘটনায় অভিযুক্ত পাষণ্ড স্বামী শহীদকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ জুলাই) সকা‌লে নিজ বাসা থে‌কে সুখী বেগমের মর‌দেহ উদ্ধার করে পুলিশ। শহীদ বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো.নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, প্রায় দির্ঘ দিন থেকেই শহীদ নেশা করতো? তা‌দের স্বামী-স্ত্রীর ম‌ধ্যে পা‌রিবা‌রিক কলহ লে‌গেই থাক‌তো। স্ত্রী সুখী স্থানীয় একটি চাউল কলে কাজ কর‌তেন এবং শহীদ ভ্যান চালকের কাজ কর‌তেন। তা‌দের সংসারে দশ বছরের এবং ছয় বছরের দুটি কন্যা সন্তান রয়েছে।
গ্রামবাসী জুয়েলসহ আরো অনেকেই বলেন,শহীদ সবসময় নেশা করতো আর বন্ধুদের সাথে আড্ডা দিতো। সে ভ্যান চালিয়ে যে টাকা উপার্জন ক‌রে, তা দি‌য়ে নেশা কর‌ত। এটা নি‌য়ে প্রতি‌নিয়ত স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হ‌তো। শুক্রবার (৩০ শে জুন) রা‌তে পারিবারিকভাবে ঝগড়া হলে, এক পর্যায়ে সুখী বেগম কে শ্বাসরোধ করে হত্যা করে শহীদ।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.রায়হান হোসেন জানান, নিহত সুখীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।