নাঙ্গলকোটে ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহাদাত হোসেন :
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লার নাঙ্গলকোট শাখার উদ্যোগে সাফল্যের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে সার্বজনীন কল্যাণে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা ব্যব¯’াপক আবু নাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চন্দ্রগঞ্জ কারামতিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আবদুল হাই। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের নাঙ্গলকোট শাখা ম্যানেজার অপারেশন হোসাইন মোহাম্মদ সরওয়ার্দী।
ব্যাংকের নাঙ্গলকোট শাখা সিনিয়র অফিসার মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট কারিগরি বানিজ্য কলেজ অধ্যক্ষ সায়েম মাহবুব, হাফেজ মাওলানা মুহাম্মদ ইউসুফ, বিশিষ্ট সংগঠক এস এম আমিনুল হক মাওলা, ব্যাংকের সিনিয়র অফিসার ফয়সাল আহম্মেদ ভ‚ঁইয়া।
 অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউসুফ।