দাবি আদায়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকার

এস এম আল ইমরানঃঅবৈধ সংসদ বাতিল ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণ কতৃক আয়োজিত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এক দফা দাবি ও সরকার পতনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকার করেন।

আজ শুক্রবার বেলা ৩ টায় যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে সমাবেশ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি”সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম।

সমাবেশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শোডাউন দিয়ে সমাবেশে উপস্থিত হন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন কমিটির আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এর সুদক্ষ নেতৃত্বে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করে ২৪ টি থানা এবং ৭৫ টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবি সম্বলিত ব্যাপক ব্যানার,ফেষ্টুন এবং প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে পুরো সমাবেশ স্থল।

উক্ত সমাবেশে ঢাকা ডেইলির প্রতিনিধিকে সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন জানায়”এই ফ্যাসিস্ট সরকার গনতান্ত্রিক পদ্ধতিকে অসাংবিধানিক ভাবে হত্যা করেছে। রাতের আঁধারে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। তাই শুধু বিএনপি’ই নয় সাধারণ জনগণও তাদের ভোটের অধিকার ও ভাতের অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে। তিনি প্রত্যয় ব্যাক্ত করেন বাংলাদেশের যুবসমাজকে সাথে নিয়ে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদল ঢাকা মহানগর দক্ষিনের প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।” তিনি আরো প্রত্যয় ব্যাক্ত করেন যে,”ইনশাআল্লাহ্ অচিরেই এই অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, অসাংবিধানিক, মাফিয়া সরকারকে হটিয়ে একটি গনতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্ত করা হবে।”