এনায়েত আকনঃসরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন’বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা সহ ১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার শপথ নিল যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
আজ সোমবার ২৫ সেপ্টেম্বর রাজধানীর দোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সমাবেশে মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা এই শপথের কথা ঢাকা ডেইলির প্রতিনিধিকে জানান।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এর সুদক্ষ নেতৃত্বে সুশৃঙ্খলভাবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা সর্বোচ্চ শোডাউন দিয়ে অংশগ্রহণ করে। এই সময় তারা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে পুরো সমাবেশ স্থল।
উক্ত সমাবেশে গণমাধ্যমকে মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন জানায়”এই ফ্যাসিস্ট সরকার গনতান্ত্রিক পদ্ধতিকে অসাংবিধানিক ভাবে হত্যা করেছে, অন্যায় ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে”এমনকি তার বিদেশে সু-চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, রাতের আঁধারে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই শুধু বিএনপি’ই নয় সাধারণ জনগণও তাদের ভোটের অধিকার ও ভাতের অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে। তিনি প্রত্যয় ব্যাক্ত করেন বাংলাদেশের যুবসমাজকে সাথে নিয়ে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে সু-চিকিৎসার দাবিতে চলমান এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যুবদল ঢাকা মহানগর দক্ষিনের প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীদের রাজপথে থাকার শপথ নিয়েছে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।