এনামুল মবিন (সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দশমাইল হাইওয়ে থানায় অগ্নিকান্ড ও দুর্যোগকালীন সময় পুলিশ সদস্যদের কর্মকান্ডকে আরো সময়োপযোগী করার লক্ষ্যে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে দশমাইল হাইওয়ে থানার আয়োজনে মহড়ায় অংশগ্রহন করে পুলিশ সদস্যরা। এসময় থানার সামনে মহড়ার মাধ্যমে অগ্নিকান্ডে সাধারন মানুষকে উদ্ধার ও দ্রুত আগুন নিভানোর বিভিন্ন কৌশল হাতে কলমে দেখিয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের লোকজনের পাশাপাশি পুলিশ সদস্যরা কীভাবে উদ্ধার কাজে অংশগ্রহন করবে। এছাড়া দূর্যোগকালীন সময়ে সুউচ্চ ভবন থেকে আহত লোকজনকে কীভাবে উদ্ধার করে আনতে হবে। তা মহড়ার মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়।
বিশেষ করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগার পর তা সহজ কৌশলে নিভানোর পদ্ধতি দেখানো হয় দশমাইল হাইওয়ে থানার সকল অফিসার ও ফোর্সদের।
ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ননী গোপাল বর্মন বলেন, যদি কোন কারনে বাসা বাড়িতে আগুন লেগে যায় তাহলে সাথে সাথে বিদ্যুৎ এর মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। আগুনের পরিমাণ কম থাকলে দ্রুত অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে তা নিভিয়ে ফেলতে হবে। বৈদ্যুতিক বা রাসায়নিক দ্রব্য থেকে আগুন লাগলে তাতে পানি দেওয়া যাবে না। আগুন যদি অনেকটাই ছড়িয়ে যায় এবং নেভানো না গেলে দ্রুত ভবন ত্যাগ করতে হবে। আগুন লাগলে যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিসে খবর দিতে হবে।প্রয়োজনে জরুরি পরিষেবা ৯৯৯-এ কল করতে হবে।
সৈয়দপুর এর সিনিয়র স্টেশন অফিসার বলেন, আমাদের ফায়ার সার্ভিসের জন্য অনেক আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। আমরা যদি প্রথমেই আগুনটা নেভাতে পারি তাহলে অনেক দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি। তাই প্রত্যেকটি মানুষকে প্রশিক্ষণ নিতে হবে, আতঙ্কিত না হয়ে কার্যকরীভাবে কিছু পদক্ষেপ নিতে হবে। সেটার জন্য হাতে-কলমে আমাদের কিছু প্রশিক্ষণ দরকার। সেজন্যই আজকের এ মহড়া।
এসময় উপস্থিত ছিলেন দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ননী গোপাল বর্মন,এসআই মোঃ সাইফুল ইসলাম, সার্জেন্ট বকুল রানী,এএসআই ভবানী, এটিএসআই আ: রশিদ ও ফোর্স।
উল্লেখ্য,দশমাইল হাইওয়ে থানা ভবনে মহড়া পরিচালনা করে সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।