জাতীয় শোক দিবসে চট্টগ্রাম বিআরটিএ দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

চট্টগ্রাম ব্যুরো:জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশরোড ট্র্যান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম মেট্টো ২ সার্কেল এর উদ্যেগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয় ।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাদে জুহুর বিআরটিএ, চট্টগ্রাম মেট্টো ২ মসজিদে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।

বঙ্গবন্ধুর লড়াই ছিল ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লড়াই। একাত্তরের পরাজিত শক্তি ভেবেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিবে, বাংলার বুকে ওরা ফেরাবে পাকিস্তানের প্রেতাত্মাকে। তবে, ওরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পেরেছে কিন্তু জাতি ঠিকই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এককালের বটমলেস বাস্কেট আজ উন্নয়নের রোলমডেল।

বাংলাদেশরোড ট্র্যান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম চট্টগ্রাম মেট্রো ২ সার্কেলের উপ পরিচালক তৌহিদুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চিলেন, বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঞা । দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রামে আমরা একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক সেবা দিয়ে যাচ্ছি। প্রার্থীদের লাইসেন্স পেতে সহজীকরণ লক্ষ্যে এ কার্যক্রম চলমান । এখন কোন প্রার্থী লাইসেন্স পেতে বারবার বিআরটিএ অফিসে আসতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে । প্রধানমন্ত্রীর ঘোষণায় দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরটিএ বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কাজ করছে।

উক্ত মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেনো তাঁর পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তব রূপ পায় সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল শেষে এতিম,দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।