জবিতে তথ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্য  কে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যানার ও ফেস্টুন প্রদশর্নী এবং র‍্যালির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।
আজ বুধবার (২১ জুন ) দুপুরের দিকে জবি উপাচার্য (রুটিন উপাচার্য) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ-এর নেতৃত্বে র‍্যালিটি প্রশাসনিক ভবন হতে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোসসহ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,
সহকারী প্রক্টর, শিক্ষার্থী, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের জন্য গঠিত বিভিন্ন ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তাসহ, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জবি উপাচার্য (রুটিন উপাচার্য) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ বলেন, বর্তমান যুগ তথ্যে ও প্রযুক্তির যুগ।এ যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি এগিয়ে থাকবে।আর তথ্য পাওয়ার অধিকার আমাদের সবার সামন ভাবে আছে।তাই,এক্ষেত্রে আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এছাড়াও তথ্য অধিকার বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘তথ্য কিভাবে পাওয়া যাবে?’,তথ্য প্রাপ্তির সময় ও প্রক্রিয়া’ সম্বলিত ব্যানার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে প্রদর্শন করা হয়।