জবি নতুন ক্যাম্পাসে নেই পুলিশ ফাঁড়ি, দেয়াল ভেঙে ফেলেছে স্থানীয়রা

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দেয়াল ভেঙ্গে ফেলেছে স্থানীয় বহিরাগতরা। হঠাৎ করে স্থানীয়রা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি সোটা নিয়ে দলবেঁধে তারা দ্বিতীয় ক্যাম্পাসের নির্মানাধীন সীমানা প্রাচীরের দেয়াল ভাঙ্গা শুরু করেন বহিরাগতরা।
(সোমবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী।
তিনি জানান, আমরা খবরটি শুনতে পেরে সাথে সাথে দ্বিতীয় ক্যাম্পাসে গিয়েছি। কেন স্থানীয় লোকজন হঠাৎ করে আমাদের ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দেওয়ালটি ভেঙ্গে ফেলেছে আমরা জানি না। তবে স্থানীয়রা বলেছেন, সরকারি জায়গায় দেয়াল নির্মান করায় তারায় এটি ভেঙে ফেলতে এসেছে।
তিনি আরও জানান, আমরা এখন স্থানীয় প্রশাসন এবং পুলিশকে খবর দিয়েছি। তারা আসার পরে স্থানীয়  লোকজন চলে গেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
জবি উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার  অধ্যাপক ড.কামাল উদ্দীন আহমদ জানান, কিছু স্থানীয় এলাকাবাসী নতুন ক্যাম্পাসের দেয়াল ভেঙে ফেলেছে । এই বিষয়ে জানার পর সাথে সাথে পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন কে আটক করে। আমরা এর তদন্ত করছি।