জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের প্রকৌশলী মো: ওহিদুজ্জামানের সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। উপাচার্যের রোগমুক্তি কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কে অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।