সাকির আমিন: সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রতিবছর বাঁধ নির্মাণকালে পানি নিস্কাসনের ব্যবস্থা রাখলেও এবছর তা রাখাহয়নি।ফলে পাহাড়ি ঢলের বন্যার পানি আসার আগেই বৃষ্টির পানিতেই হাওরের হাজার হাজার হেক্টর বোরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।কৃষকদের পক্ষ থেকে সরকারের উর্ধতন কতৃপক্ষ বরাবর বারবার লিখিত ভাবে অবহিত করা হলেও সরকারের টনক নড়ছেনা।নাইন্দার হাওরের ২৮ নং পি আই সি বাঁধ কতৃপক্ষের। ফলে আবারও বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষক ফুঁসে উঠে উপজেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর কাছে মির্জার খাল নামক স্থান টিতে বাঁধ ভেঙে পানি নিস্কাসনের ব্যবস্থা করার দাবিতে আন্দোলন করলে তিনি জানান আমি তাৎক্ষণিক বাঁধ পরিদর্শন করব এবং শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের কতৃপক্ষ পরিদর্শন করে বিষয়টি সমাধান করবেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন, বিশিষ্ট মূরব্বি সালেহ আহমদ,ছালিক মিয়া,আলমাস আলী, হরুফ আলী, সফিক মিয়া, রমজান আলী, কমর আলী, কুতুবউদ্দিন, সাইফুর রহমান, মতলিব আলী, আব্দুর রহিম, ফারুক মিয়া, তৈয়ব আলী প্রমূখ।