স্পোর্টস ডেস্কঃআফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে ৮ উইকেটে ২৪৪ রান করেছে বাংলাদেশ। জবাবে ভালো শুরু করা আফগান শিবিরে প্রথম ধাক্কা দিয়েছেন ওয়ানডে অভিষেক হওয়া পেসার নাহিদ রানা।
আফগানিস্তান ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা গুরবাজ ২১ রান করেছেন। তার সঙ্গী রহমত শাহ। সাদিকুল্লাহ আতাল ১৪ রান করে নাহিদের বলে বোল্ড হয়েছেন।
এর আগে বাংলাদেশ দলের হয়ে ওপেনার সৌম্য সরকার ২৩ বলে তিন চারের শটে ২৪ রানের ইনিংস খেলেন। তানজিদ তামিম ১৯ রান করে। চারে নেমে অধিনায়ক মেহেদী মিরাজ ও ছয়ে নামা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ১৪৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। মিরাজ ১১৯ বলে ৬৬ রান করেন। চারটি চারের শট মারেন তিনি।
সেঞ্চুরির পথে ছিলেন রিয়াদ। তিনি ৯৮ বলে ৯৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন। শেষ ওভারে সেঞ্চুরির জন্য ৪ রান দরকার ছিল রিয়াদের। কিন্তু তিন বল খেলেও তা করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তার ব্যাট থেকে সাতটি চার ও তিনটি ছক্কার শট আসে।