নিজস্ব প্রতিবেদক:ঢাকার কেরানীগঞ্জে রাজেন্দ্রপুর ফলের পাইকারি আড়ৎ ও কেমিক্যাল কারখানায় অভিযান করে ৯ জনকে অর্থদন্ড ও কারখানা সিলগালা করেন উপজেলা প্রশাসন।
আজ ২২ ডিসেম্বর সোমবার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক এর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এর ফলের আড়ৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অবৈধ ক্যামিকেল ও ফরমালিন মিশিয়ে কলাসহ বিভিন্ন ফল পাকানোর কারণে ৯ জনকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পাশাপাশি কালিন্দী এলাকায় অবৈধ সিক্সটি ফোর নামক একটি কারখানায় আভিযান পরিচালিত হয়। বিভিন্ন অনিয়মের কারনে কারখানাটি সিলাগালা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, বেশ কয়েকদিন ধরে রাজেন্দ্রপুর এলাকায় ফল ও আড়ৎ গুলোতে কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে কলা পাকানো হয় যা মানবদেহের জন্যে অত্যন্ত ক্ষতিকর।যার ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়ৎ ম্যানেজার’সহ কয়েকজন আড়ৎদারকে অর্থদন্ড করা হয়। এবং কেমিক্যাল মেশানো কলা বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, কালিন্দী এলাকায় আনাচে-কানাচে কিছু কারখানা রয়েছে যা অবৈধভাবে চলমান।আজ সিক্সটি ফোর নামক কারখানায় সরজমিনে দেখা যায় তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই,লাইসেন্স নেই এবং অযোগ্য লোকবল নিয়ে কেমিস্টের দায়িত্ব পালন করাচ্ছেন।বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল জাতীয় কাচা মাল (র- মেটারিয়ালস) আছে যেগুলো মানবদেহের জন্যে চরম ক্ষতিকর।যারফলে কারখানাটি সিলগালা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ,ফিল্ড অফিসার আলী আকবর সোহেল, সহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।





