কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন-মরদেহ উদ্ধার ৪

কেরানীগঞ্জ প্রতিনিধি ইনতাজ মিয়া:ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় চারজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি আরও ৩ থেকে ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসলেও ফায়ার সার্ভিসের কার্যক্রম চলমান রয়েছে। বৈদুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।