কাশিয়ানীতে ডেঙ্গু রোগী পরীক্ষা করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:পারভেজ:ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করছে গোপলগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়। প্রতিদিনই ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতলে ভর্তি হচ্ছে রোগীরা। জ্বর কাশিসহ বিভিন্ন উপস্বর্গ নিয়ে হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার করতে ভীর করছে ডেঙ্গু সন্দেহের অনেকই।

হাসপাতাল সুত্রে জানাগেছে,কাশিয়ানী ১০০ শষ্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট স্বল্পতায় এসব রোগীদের পরিক্ষা করতে হিমশিম খাচ্ছেন  চিকিৎসকরা। রোগীর চাপ বাড়াতে হাসপাতালে সেলাইন স্বল্পতায় সঠিক সেবা থেকে বঞ্চিত হ”েছ রোগীরা।হাসপাতালের আর এম ও ডাক্তার মোঃ আমিনূল ইসলাম জানান, হাসপাতালে বর্তমানে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। গত কয়েকদিনে ১৯৭ জন রোগী চিকিৎসা নিয়ে সু¯’ হয়ে বাড়িতে ফিরে গেছে।

বর্তমানে কাশিয়ানী উপজেলা এলাকায় রোগীর চাপ বৃদ্বি পাওয়াতে হাসপাতালের বাইরের দোকান গুলিতেও প্রায়োজনীয় সেলাইন পাওয়া যা”েছ না। এক কথায় রোগীদের চিকিৎসা দেওয়া প্রায় অসম্বব হয়ে দাড়া”েছ। আমাদের প্রতিনিয়তই রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হ”েছ।
স্বা¯’্য ও পরিবার পরিক্লপনা কর্মকর্তা ও তত্ত্ববধায়ক ডাক্তার মোঃ মাহমুদুল হাসান জানান,এলাকায় বর্তমানে ডেঙ্গুর প্রভাব ব্যাপক হারে বিস্তার লাভ করে চলছে । দিনদিন ডেঙ্গুর প্রকোপ ভয়াবাহ রুপ ধারণ করছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য ইতিমধ্যে একটা ওয়ার্ড আলাদা করে দেওয়া হয়েছে। রোগীর সংখ্যা আরো বেশী বাড়লে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাবে।
উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিক্লপনা কর্মকর্তা ও তত্ত্ববধায়ক ডাক্তার মোঃ মাহমুদুল হাসান এলাকাবাসীদের সচেতন করে তুলছে জনপ্রতিনিধি ও সমামাজিক নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।