ইসলামি ব্যাংক ছাতক শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন।

সাকির আমিন: সুনামগঞ্জের ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ছাতক শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা ফখরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, জালালিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, ইউ আর সি মোস্তফা আহসান হাবিব, মাওলানা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ব্যাংকের আর ডি এস অফিসার আব্দুল্লহ আল মামুন।এসময় সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার আজিজুর রহমান, ব্যবসায়ী আবদুল হাই আজাদ, মহিউদ্দিন আপন,সুরুজ আলী, ব্যবসায়ী বাবুল মিয়া, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন প্রমূখ।সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন, একটি ইসলামি সঙ্গীত পরিবেশন করেন জামাল হোসাইন ও দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরুল হক।