ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট (এলএলএম) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গনে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ২০১৮-১৯ ব্যাচের দল ‘ল্যান্ডলর্ডস’ ও ২০১৯-২০ ব্যাচের দল ‘এমিকাস কিউরি’। ৯০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও ম্যাচের ভাগ্য নির্ধারণ না হওয়ায় ‘এমিকাস কিউরি’ ট্রাইবেকারে ২-১ গোলে জয়ী হয়।
এসময় পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান সহ বিভাগটির ছয়টি ব্যাচের শতাধিক শিক্ষার্থী। এসময় বিভাগীয় সভাপতি চ্যাম্পিয়ন দলের কাছে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার বলেন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট পরিবারের প্রত্যেক সেশন জয়ী হয়েছো ট্রফি দিয়ে নয় বরং পারস্পরিক আন্তরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার মাধ্যমে। কোন দল জয়ী হলো মূখ্য বিষয় নয়, এটা একটা পরিবার। ট্রফিটা পরিবারেই যাবে। সবার সহযোগিতায় ছেলেদের টুর্নামেন্ট যেভাবে শেষ করতে পেরেছি, ঠিক সেইভাবে মেয়েদের জন্যও পরিকল্পনা করতেছি।
তিনি আরও বলেন, ট্রফি আমার হাসি কিন্তু সবার মুখে দেখতে চাই। যেহেতু ডিপার্টমেন্টের প্রথম টুর্নামেন্ট, সবার স্মৃতি হয়ে থাকুক এই পরিবারে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বপূর্ণ অপরিহার্য। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত যারা সহযোগিতা করছো তাদের কৃতজ্ঞ জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর থেকে টুর্নামেন্টটি শুরু হয়েছিল, যেখানে ২০১৭-১৮ থেকে ২০২২-২৩ পর্যন্ত মোট ছয়টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। যথাক্রমে দলগুলো সেকশন-৩০২, ল্যান্ডলর্ডস, এমিকাস কিউরি, ব্ল্যাজ সোলজার, লেক্স রেক্স, জুরিস স্ট্রাইকারস । উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল সেকশন-৩০২ ও জুরিস স্ট্রাইকারস।