ইবিতে ঢাকা জেলা কল্যাণের গেট’টুগেদার ও পিকনিক

ইবি প্রতিনিধিঃইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণের আয়োজনে গেটটুগেদার ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৯ অক্টোবর) দুপুর দুইটার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এটি অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির সভাপতি মোয়াজ্জেম আদনানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: আলীনূর রহমান, অধ্যাপক ড. মোরশেদ আলম , অধ্যাপক ড. রুহুল আমিন,লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড বেগম রোকসানা মিমি।
এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, জ্ঞান একটি শক্তিশালী জ্যোতি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামে মনোনিবেশ করতে হবে।একাডেমিকের পাশাপাশি মোরাল এডুকেশনে মনোযোগ দিতে হবে। কারণ চারিত্রিক বৈশিষ্ট্য না থাকলে আমার দ্বারা সমাজ, জাতি, দেশ কখনও উন্নতি হবে না।
এছাড়াও তারা বলেন, সামনে চতুর্থ শিল্প যুগের যে চ্যালেঞ্জ আসছে সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। নতুন যুগের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তাই আইটি নলেজ সহ পড়াশোনার কোনো বিকল্প নাই।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।