তানভীর আহমেদ সাকিবঃ সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি পালনের কথা রয়েছে।
এবারের সাদাছড়ি দিবসের স্লোগান হিসেবে ঠিক করা হয়েছে-দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তিনির্ভর সাদাছড়ি’। বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ও সংগঠন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে থাকে। দিবসটি উপলক্ষে আজ ২৫ শে অক্টোবর, রোজ বুধবার, মিরপুর ১ নিউ সি ব্লক মাঠে TRCD উদ্যোগে সাদাছড়ি বিতরণ,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় তিনশত জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্টক্যান ও সাদাছড়ি বিতরনী করেন সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আইউব আলী হাওলাদার (মহাসচিব) জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির ঢাকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব আবুল কাশেম মোল্লা কাউন্সিলর, ৮ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ।
জনাব মোঃ সিরাজুল ইসলাম”নিবাহী পরিচালক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র”মোঃ নাজির হোসেন, সভাপতি, ৫ নং ইউনিট, ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ’সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ সোবহান মিয়া, সাধারন সম্পাদক,৫ নং ইউনিট, ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,খন্দকার মোঃ আকবর হোসেন,সদস্য শাহ্ আলী থানা আওয়ামীলীগ’সাবেক সাধারণ সম্পাদক বৃহত্তর মিরপুর থানা আওয়ামীলীগ”সঞ্চালনায় ছিলেন,মোঃ কামাল তালুকদার বাবুল চেয়ারম্যান-TRCD।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আইয়ুব আলী হাওলাদার বক্তৃতায় বলেন’বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এবং ভবিষ্যতে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে সব সময় থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথিরা বক্তৃতায় বলেন,তারা সব সময় দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতায় পাশে থাকবে বলে আশ্বাস দেন।