কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান সৌজন্যে কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ ( শুক্রবার ১৯ ডিসেম্বর ) বেলা ১১টা থেকে দিনব্যাপী তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএনপির অন্যতম পেশাজীবী সংগঠন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান কোষাধক্ষ্য ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ”ডাক্তার জাবেদ আহমেদ,সাংগঠনিক সম্পাদক (ড্যাপ) ঢাকা বিভাগ,আলিনুর পলাশ,সহ স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চিকিৎসা সেবায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা জেলার সভাপতি ডা.মাহমুদ আলম তারিক,নেতৃত্বে চোখ-নাক-কান ও গলা, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিক ও মেডিসিন এবং ইন্টার্নসহ ১০ জন চিকিৎসক অংশ নেয়। চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে প্রায় ৩০ প্রকার ওষুধ ফ্রি প্রদান করা হয়।

এ সময় প্রায় ৫ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়। তারানগর বেউতা গ্রামের গৃহবধূ পারভীন বলেন, ‘বাড়ির কাছে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে জেনে চিকিৎসা নিলাম। কিছু ঔষধ ফ্রি পেলাম এবং কিছু ওষুদের নাম লিখে দিয়েছে। এতে সুবিধা হয়েছে। তবে বাইরে ডাক্তার দেখালে অন্তত ৫০০-৮০০ টাকা খরচ হতো।’