কেরানীগঞ্জে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর ইউনিয়ন পরিষদ আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

আজ ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কেরানীগঞ্জের নিউ গুলশান সিনেমা হলের সামনে,আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ তাইবুর রহমান এর সভাপতিত্বে,উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তারা জানান।এলাকার রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা,শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, মাদক বিরোধী ছিনতাই, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।