বরগুনা বামনা প্রতিনিধি :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশালে দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে আলোচনায় আসা বরগুনার বামনা উপজেলা পূর্ব’শফিপুর গ্রামের সাইফুল ইসলাম সজিব সিকদার (২৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গত সোমবার সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা চান্দেরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব নিহত হয়েছেন।বামনার নিজ গ্রামে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,তিনি বাগের হাটের ফকিরহাট প্রাণ কোম্পানির একটি প্যাস্ট্রি কারখানায় চাকুরি করতেন। নিহত সজীবের মৃত্যুতে, বামনা উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, প্রেসক্লাবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া। যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল’নেতা কর্মীরা জুলাই যোদ্ধার অকাল মৃত্যুতে শোক জানান।