নিজস্ব প্রতিবেদক:শিক্ষার্থীদের রং তুলিতে উঠে এসেছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি। এই স্মৃতি চির অমর করতে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন ও গ্রাফিতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই)কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হল রুমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৬২ টি স্কুলের ৩ শত ছাত্র,ছাত্রী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া,।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা।একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার,স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি অনিক। সহ অন্যান্য নেতৃবৃন্দ।