কেরানীগঞ্জে নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক:বাসযোগ্য নগর নির্মাণের লক্ষ্যে আজ বুধবার (১৬ জুলাই, ২০২৫) সকাল ১১ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত শুভাঢ্যা ও চুনকুটিয়া, দক্ষিন কেরানিগঞ্জ নির্মাণাধীন ৮ টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বেলায়েত হোসেন এবং অথরাইজড অফিসার (জোন-৭/২) জনাব সাঈদা ইসলাম এর যৌথ তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এছাড়া সহকারী অথরাইজড অফিসার,প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগন ও উপস্থিত ছিলেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আওতাধীন এলাকায় নির্মাণ কার্যক্রম পরিচালনা করার জন্য রাজউক অনুমোদন গ্ৰহন বাধ্যতামূলক। অননুমোদিত নির্মাণাধীন ০৮ টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অনুমোদনহীন ০২ টি নির্মাণাধীন ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে অপসারন করা হয়। এছাড়াও ০৮ টি ভবন হতে মোট ১৩ টি বিদ্যুৎ মিটার জব্দ করে পল্লী বিদ্যুৎ প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।