বামনা প্রতিনিধি:বরগুনার বামনায় এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ও এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন’পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১১ টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বামনা উপজেলা নির্বাহী অফিসার নিকহাত আরা র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরগুনা উপ-পরিচালক রধীন্দ্র নাথ বিশ্বাস, পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোসা:ফাহিমা হক ও বামনা উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন,বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা,বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক মো: নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সভায় প্রান্তিক কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য কৃষকদের উন্নয়নের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন বক্তারা এসময় কৃষি খাতে বাংলাদেশের অগ্রগতি এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফসল চাষের জমির উর্বরতা বৃদ্ধির কথা তুলে ধরা হয়েছে।