কেরানীগঞ্জে কাব’কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটস,প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে কাব কার্ণিভাল-২০২৫, ধারাবাহিকতায়,কেরানীগঞ্জ উপজেলা স্কাউট শাখার আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ জুন) দুপুর ৩ ঘটিকায় আগানগর আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট নির্বাহী কমিটির সভাপতি রিনাত ফৌজিয়া। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্কাউট লিডার,মিজানুর রহমান সহ ছিলেন স্কাউট কমিটির অন্যান্য সদস্যরা।

এতে উপজেলার ৩০টি বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে।