বরগুনা প্রতিনিধি:বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দল রাজনীতিতে যখন নারী নেতৃত্বের অবদান ক্রমশ দৃশ্যমান। তখন দক্ষিণাঞ্চলের বরগুনা জেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বরগুনা জেলা বাস্তহারা ছিন্নমূল সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবং ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল আজিজ বিএসসি। সাহেব এর কনিষ্ঠ কন্যা আসমা আজিজ বরগুনা জেলা বাস্তহারা ছিন্নমূল সংগঠনের উপদেষ্টা।মানুষ গড়ার কারিগর শিক্ষক ও জনপ্রতিনিধি গর্বিত পিতার গর্বিত কৃতি সন্তান আসমা আজিজ। উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমানে তিনি বিএনপি’র অন্যতম সংগঠন কেন্দ্রীয় মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণ প্রজন্মের এই নেত্রী নিষ্ঠা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে তিনি দলকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আসমা আজিজের জন্ম এবং বেড়ে ওঠা বরগুনার এক ঐতিহাসিক মুসলিম পরিবারে। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিলো তরুণ বয়সে, শিক্ষক ও জনপ্রতিনিধি পিতার হাত ধরেই। বরগুনার প্রত্যন্ত অঞ্চলে বিএনপি’র আদর্শ পৌঁছে দিতে তিনি নিজেকে নিবেদন করেছেন, তিনি একাধারে বরগুনা জেলার প্রতিটি গ্রাম, পাড়া ও অলিগলিতে দলের বার্তা এবং কর্মসূচি পৌঁছে দিচ্ছেন। বরগুনার পাশাপাশি
তিনি দেশের অন্যান্য জেলাতেও সমান দক্ষতার সাথে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
আসমা আজিজের রাজনীতিতে যুক্ত হওয়ার পেছনে রয়েছে দেশের প্রতি তার গভীর মমত্ববোধ এবং জনগণের কল্যাণে কাজ করার একনিষ্ঠ মনোভাব। দলীয় আদর্শের প্রতি তার অবিচল আনুগত্য এবং সততার কারণে তিনি শুধু বরগুনায় নয়, বরং সমগ্র বাংলাদেশে তথা বিশেষ করে দক্ষিণ জনপদে একজন আদর্শ নারী নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত আসমা আজিজ তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তার নেতৃত্বে বরগুনায় বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। প্রতিকূল পরিস্থিতি, রাজনৈতিক চাপ এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে এই নেত্রীর সাহসিকতা ও কৌশল প্রশংসনীয়। রাজনৈতিক জীবন শুধুমাত্র তার দক্ষ নেতৃত্বেই সীমাবদ্ধ নয়, তিনি স্থানীয় মানুষের সমস্যাগুলো তুলে ধরার ক্ষেত্রে একজন পরিশ্রমী কর্মী হিসেবেও পরিচিত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি তাদের জন্য নানাভাবে সহায়তা করে থাকেন।
নারী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করে আসমা আজিজ আজ প্রমাণ করেছেন, রাজনৈতিক অঙ্গনে নারীদের ভূমিকা কেবলমাত্র প্রতীকী নয় বরং তা একটি শক্তিশালী ও কার্যকর শক্তি। বরগুনা জেলার মত একটি প্রান্তিক এলাকা থেকে উঠে এসে তিনি সারা দেশে বিএনপি তথা জাতীয়তাবাদী একজন দক্ষ নারী নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই অবদান শুধু বরগুনার নয়, সমগ্র বাংলাদেশের রাজনীতিতে এক অনুকরণীয় উদাহরণ। তার এই নিষ্ঠা, পরিশ্রম ও নেতৃত্ব আগামী দিনের নারী নেত্রীদের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে।