ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই রাজনীতিতে কখনো জায়গা পাবে না-হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক:ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই রাজনীতিতে কখনো জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।এ সময় মানুষ হিসেবে তারা নির্ভুল নন বলেও জানান তিনি।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাব।’

তিনি লেখেন, ‘আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না।’

হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, ‘যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং ‘‘যদি’’, ‘‘কিন্তু’’, ‘‘অথবা’’ ব্যাতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব।’

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় এনসিপির কমিটি ঘোষণার পরে যুগ্ম সদস্যসচিব মুনতাসির রহমানের এলজিবিটিকিউ সমর্থনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ ইস্যুতেই নিজের অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ।