স্পোর্টস ডেস্কঃইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। এর ফলে পয়েন্ট হারিয়ে আরও পিছিয়ে পড়ল মিকেল আর্তেতার শিষ্যরা।
শনিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পয়েন্ট হারায় আর্সেনাল। যেখানে লিগে টানা তিন জয়ের পর গত সপ্তাহে ফুলহ্যামের মাঠে ১-১ ড্র করেছিল আর্সেনাল।
লিগে ১৬ ম্যাচে আট জয় ও ছয় ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে এভারটন। লিভারপুল ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।