বামনা (বরগুনা) সংবাদদাতাঃতীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। এ অবস্থায় বরগুনার বামনা উপজেলায় সালাতুল ইস্তিস্কার বিশেষ নামাজ আদায় করেছেন সাধারন মানুষের পাশাপশি মুসল্লিরা ও জনপ্রতিনিধি-রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বুধবার (২৫ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ৯ টায় বামনা উপজেলার সরকারি বামনা ডিগ্রি কলেজ মাঠের মধ্যে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লাহ রহমতের বৃষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা হতে অন্তত তিনশতাধিক ধর্মপ্রাণ মুসলমান এ নামাজে অংশগ্রহণ করেন। অনাবৃষ্টি ও অতি তাপপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। এই অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া আমরা নিরুপায়। তাই এই দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় আকাশের নিচে খোলা মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।
বিশেষ এই সালাতুল ইস্তিস্কার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা সদর জাম-ই-মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান।
বিশেষ নামাজের মোনাজাত পরিচালনাকারী হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান বলেন, ‘খড়া বা তীব্র তাপদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা’আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য মহান আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করেছেন মুসল্লিরা এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়। এই নামাজকে সালাতুল ইস্তিস্কার নামাজ বলে।