জাহিদুল ইসলাম বরকতঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনের পুনরায় নির্বাচিত সংসদ সদস্য (কর্নেল) জাহিদ ফারুক শামীমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মো:মনিরুল ইসলাম।
গতকাল ৮ জানুয়ারী সোমবার কর্নেল জাহিদ ফারুক শামীমের নিজ বাস ভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন দৃষ্টি প্রতিবন্ধীরা, এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সদস্যরা,নৌকার সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দৃষ্টি প্রতিবন্ধীদের কাছে পেয়ে জাহিদ ফারুক খুবই উচ্ছসিত হন। আর পুনরায় নির্বাচিত হওয়ায় জাহিদ ফারুক কে অভিনন্দন জানাতে ভুলেন নি। সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম। উল্লেখ্য এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী এই আসনের প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে স্বেচ্ছায় বিভিন্ন মানুষের নিকট ভোট প্রার্থনা করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সদস্যরা।