শাহিন গাজীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ সাভার-আশুলিয়া আসনে ভোটের মাঠে হারলো প্রতিমন্ত্রী জিতলো চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ২৯২ কেন্দ্রে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো: তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীকে ৭৬ হাজার ২০২ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত ডা. এনামুর রহমান (ত্রাণ প্রতিমন্ত্রী) নৌকা প্রতীকে ৫৬ হাজার ৩৬১ ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন।
মোট ভোট পড়েছে ২ লাখ ২২ হাজার ৬৫০টি। টানা দু’বারের এমপি ও প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক মার্কার প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের থেকে ২৮ হাজার ৩১০ ভোট কম পেয়েছেন। সাইফুলের চেয়ে ৮ হাজার ২১০ ভোট কম পেয়েছেন দ্বিতীয় অবস্থানে থাকা তালুকদার মো: তৌহিদ জং মুরাদ।
ঢাকা-১৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১০ জন।
প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের পদত্যাগী চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী, গণফ্রন্টের নুরুল আমীন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার, বিএনএমের সাইফুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম পার্টির জুলহাস আহাদ।