কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম রেজা। বৃহস্পতিবার রাত ১১টায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. মহিব্বুর রহমান মহিবের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। এ সময় সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা রেজাউল করিম রেজাকে অভিনন্দন জানিয়েছেন।
এ প্রসঙ্গে সৈয়দ রেজাউল করিম রেজা বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং আমার বাবা এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। বিশেষ কারণে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু ওই দলের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় না। তাছাড়া এমপি মহিবের কর্মকান্ড আমার ভালো লাগে। তাই আওয়ামী লীগ প্রার্থী মহিববুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগে যোগদান করেছি এবং নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছি।’
প্রসঙ্গত, সৈয়দ রেজাউল করিম রেজা পাকিস্তান প্রাদেশিক পরিষদের কলাপাড়া-আমতলী আসনের সাবেক এমএলএ সৈয়দ মোহাম্মদ আবুল হাসেমের তৃতীয় ছেলে।
কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বলেন, ‘মূলত: সৈয়দ রেজাউল করিম রেজার পরিবারের সবাই আওয়ামী লীগের। বিএনপির কমিটিতে সৈয়দ রেজা গুরুত্বপূর্ণ পদে থাকলেও আন্দোলন-সংগ্রামে তাঁর কোনো ভূমিকা ছিলো না। তিনি সুবিধাবাদী চরিত্রের মানুষ। সুবিধা পেয়েছেন তাই আওয়ামীলীগে যোগ দিয়েছেন। সৈয়দ রেজাকে অনেক আগেই দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’