চট্টগ্রাম প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর লালখান খান বাজার মতিঝর্ণা জামে মসজিদের অর্থ সম্পাদক আবু তাহেরের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে আবু তাহের( পিতা মৃত নুরুল কবির) খুলশি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন ।
মতিঝর্ণা ৭ নং গলির মোঃ নুরুল আলম (৬০) (পিতা – মৃত নুরুল কবির ) এর বিরুদ্ধে এ সাধারণ ডায়রি করেন তাঁরই আপন বড় ভাই ভুক্তভোগী আবু তাহের।
জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার চলাচলের রাস্তায় ময়লা ফেলানো কে নিয়ে কথা কাটাকাটি হয় । কথা কাটাকাটি বিষয়ে কেন্দ্র করে বিবাদী ছোট ভাই ওল্টা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
জিডিতে আবু তাহের আরো বলেন, আমাকে ও আমার ছেলেকে এলো পাতারী মারধর করে
শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম করে। পরে আমাকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও বিবাদী নুরুল আলম আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ ভবিষ্যতে আমাকে জানে মেরে ফেলবে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। তাই
আমি বর্তমানে আতঙ্কে জীবন যাপন করিতেছি।