এনায়েত আকনঃ রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত যুব সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বেলা ১২টার পর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
নয়া পল্টনের আশপাশের এলাকা থেকে মিছিল ঢুকছে সমাবেশস্থলে। বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র নেতারা।