সাভার থানায় চালু হলো ডিজিটাল টোকেন ব্যবস্থা 

সাভার উপজেলা প্রতিনিধিঃ দেশে প্রথমবারের মত থানা পর্যায়ে আগত সেবাপ্রার্থীদের সিরিয়াল মেইনটেইন করতে থানার ডিউটি অফিসারের কক্ষে ডিজিটাল টোকেন ব্যবস্থা চালু করেছে ঢাকা জেলা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা জেলার সাভার মডেল থানায় এই টোকেন ব্যবস্থার উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
পুলিশ সুপারের উপস্থিতিতেই এসময় থানায় আগত কয়েকজন সেবাপ্রার্থীর মাধ্যমে এই ডিজিটাল টোকেন ব্যবস্থার ব্যবহার শুরু  হয়।
পুলিশ সুপার এসময় বলেন, টোকেন ব্যবস্থা আমাদের দেশে নতুন কিছু নয়, করপোরেট বিভিন্ন অফিস, ব্যাংকে দীর্ঘদিন ধরেই এর ব্যবহার হয়ে আসছে। তবে থানা পর্যায়ে আগত সেবাপ্রার্থীদের জন্য এই সুবিধা সম্ভবত আমরাই প্রথম এটি চালু করছি। আশা করছি, এর মাধ্যমে একজন সেবাপ্রার্থীর জন্য সিরিয়াল মেইনটেইন করে সেবাগ্রহন আরও সুবিধাজনক হবে”।
পর্যায়ক্রমে জেলার অন্য থানাগুলোতেও এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান পুলিশ সুপার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।