ক্রিয়া প্রতিবেদকঃ খেলার শুরুটা বেশ আগ্রাসী করে রেকর্ড সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল ওয়ানডেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও ইনিংসের মাঝখানে এসে ইংল্যান্ডের সেই আগ্রাসী পথে বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশি বোলাররা। তবে ক্ষতি যা হওয়ার, ততক্ষণে তা হয়ে গেছে। মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের টাইগারদের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ইংল্যান্ড।
মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ডেরা। দলের হয়ে ক্যারিয়ারসেরা সর্বোচ্চ ১৪০ রানের ইনিংস খেলেছেন মালান। বাংলাদেশের বলার শেখ মেহেদীর শিকার ৪ উইকেট।